।। বাক্‌ ১২২ ।। মাসুদার রহমান।।




মাসুদার রহমানের দুটি কবিতা


বাঘিনী

মাদ্রী, আমাকে বললো- ‘এইপথে এসো বাবু

দেখছি-এপথ কোথায়? ঘাসের জঙ্গল
মেয়েটি এগিয়ে যাচ্ছে ঘাসবন চিরে 


ছোট্ট মুণ্ডাপাড়াআর ওই ঘাসবনের ওপারে ঈশারার অন্ধকার

ভারি নিতম্ব পেঁচিয়ে পড়েছে গ্রামীণ-চেকশাড়ি
খাটো ঝুলের ব্লাউজ কালো পিঠের ওপরে রোদ চকচক করা
এক বাঘিনী হেঁটে যাচ্ছে ঘাসবনের ভিতরে

আমার চোখ থেকে এক চিতাবাঘ
লাফিয়ে নেমে হেঁটে যেতে লাগলো মেয়েটির পিছু পিছু

(১৩/০৩/২০১৮)



আপেল

যেন কার আপেল বাগান। নির্জন। সন্ধ্যা ও অন্ধকার। শীত ও কুয়াশা।
 পিপুল গাছের নিচে বাহক খচ্চর বেঁধেগভীরে ঢুকেছি

অচেনা আগুন্তক! হাওয়ারা রটিয়ে দিচ্ছে ফিসফিস পাতাদের কানে। জেগে 
উঠছে আপেল গাছেরা। পাহাড়ের উঠানামাউঁচুনিচুরেখার ইঙ্গিত।
 দূরাভাস ভেসে যাচ্ছে অন্ধকার আলো ও ইথারে

আকাশে ছড়িয়ে যাচ্ছে একে একে তারকা আপেল

দিগন্ত ফুঁড়ে উঠছে মা আপেল চাঁদ

(২৪/০৩/২০১৮)
            

17 comments:

  1. অসাধারণ কবিতা। ক্রিয়াগুলি চিত্রকল্পের ধারক ও প্রবহমান সময় রেখার পর্যাপ্ত প্রেক্ষিত হয়ে উঠেছে।

    ReplyDelete
  2. অসামান্য সব চিত্রকল্প । মুগ্ধ ।

    ReplyDelete
  3. বাঘিনী নতুন না হলেও ভাল ।অনেক কবি অনেক আপেল দাঁতে কেটে নষ্ট করেছেন । তবে আপেল গাছেদের জেগে ওঠা নতুন ।

    ReplyDelete
  4. ভালো লাগল। খুবই ভালো লাগল।

    ReplyDelete
  5. প্রথমটাই বেশি চমৎকার।

    ReplyDelete
  6. 'বাঘিনী' দৃশ্যকল্পে অসাধারণ! 'আপেল'ও চমৎকার।

    ReplyDelete
  7. কবিতায় যে শব্দময় বৃষ্টি দেখলাম, তা অপরূপ!
    এমন কবিতা আরও আসুক।

    ReplyDelete
  8. "মাদ্রী আমাকে বললো-এ পথে এসো বাবু" থেকে আপেল বস্তুসন্নিবেশ একটা

    ReplyDelete