।। বাক্‌ ১২২ ।। শানু চৌধুরী ।।






শানু-র দুটি কবিতা


নবজাতকের হাতেখড়ি

যেসব শিশুর হাতে বানান রক্ত হয়েছিল
তারই পর্যায় খুলে আকন্ঠ দ্বিগবিদিক
তবুও ঘুমগুচ্ছের আড়ালে কে টিকিয়ে রাখছে নাদ?

পারস্পরিক ক্ষুদ্রতার খাঁড়িমুখলুঠ হচ্ছে না
বেড়ালের রাস্তারা ছায়া কাটেআর মঞ্জরী জমিয়ে রাখে
তুষারের গোপন!

ছাপোষা পাথর খুঁড়ে ছড়িয়ে রাখা আলো
নবজাতকের অসুস্থতার পিচ গন্ধ নিয়ে
এক বিরল পোশাকে ফিরে যায় অকালের হাতেখড়িতে




নিষাদ

মৃত ঘাসেদের দেহে
কেটে যাচ্ছে গীর্জার শবনম

ফল তবুও বিব্রত করে
আঙুলের নরমে প্রজাপতির মাংসল মগ্নতা

চপলা স্বপ্নের ভিতর কার আলুথালু?
মেডুসা রোপণ করে রাখে স্থবিরতায়

চামড়ায় টান লাগে...শববাহকেরা
নদীতে ফেলে আসে মালসার দূরত্র মোহনা
আমার গোড়ালি ভিজে যায় 
দলা হয় নিষাদের নতুন জাহাজ



7 comments:

  1. বাহ্‍, খুব ভালো লাগল।

    ReplyDelete
  2. দ্বিতীয়টি বেশি ভালো লাগলো।দুটোই বেশ।চালিয়ে যাও।এভাবেই।

    ReplyDelete
  3. অসাধারণ ভাবকল্প লেখা নিপুণ বাস্তবিক এলিজি।
    "মেডুসা রোপণ" "বিরল পোশাক"আলাদা মাত্রা দিয়েছে।

    ReplyDelete
  4. শেষ কবিতাটি অসাধারণ লাগলো রে

    ReplyDelete
  5. শানু। অনেক ভালো লাগা

    ReplyDelete