।। বাক্‌ ১২২ ।। দূর্বাদল মজুমদার ।।



একটি কবিতা ঃ দূর্বাদল মজুমদার




রাতলেখার পর

 
ইস্টিকুটুমের ডানায় আধোচাঁদ ভেঙে পড়ে আছে
অনেক তো লেখা হলো রাত ও আঁধার, 
পরীতের বিভার কথা হোক,
কী হরতন তুমি সাজিয়েছ ভালে...!বলে গেল একটা পাগল।
নিজেকে ওর দলে ফেলে দিই।
পাগলের সাথে ছাগল ভাবা আমার অভ্যেস
নটেগাছও
বহুদূর যাবো ভেবে গোবিন্দপুরে নেমে বসে আছি
সন্ধ্যে এসে সুড়সুড়ি দেয় গর ও জিগরে
ঠাঁই নাই ছোট সে, ছোট্টি সিতাকে গলাছোড় গেয়ে স্বাদ পাই।
দূর, অধরা দূরের দিকে থাকে....




No comments:

Post a Comment