পেয়ালা
২৪। ক। তাহার জ্বর এ প্রকারেই। পৌষে কিংবা দুপুরে।
তাহাদের।
খ। এই বারান্দায় কিছু ফুল। অবশেষের। ছবি করিও না।
গ। আলাপে কি কিছু অতিরিক্ত ছিল! অপ্রধান?
ঘ। শীত অধুনা কেবল প্ররোচনায়, পেয়ালায়, ওমে। এই যে আক্রান্ত, মোমবাতির প্রাসঙ্গিকতাসহ,
কিঞ্চিৎ ধোঁয়াটে, সেইখানে, তাবৎ সুতোগুলি।
ঙ। যৌক্তিক কোলাজে আর প্রবেশ করিব না।
চ। আর যাহারা গেল বিবিধ লবণে! প্রণয়ে কি ব্যথা!
ছ। ওই যে একা সাইকেল, তাহার?
জ। দেয়ালে দেখি আজ প্রলাপিনী একা নৃত্যে অব্যয় আঁকিতেছে।
ঝ। স্নেহের সন্ধ্যায় খোঁজ। অরূপ।
অন্ধকারে। চামচ এবং তোমার আঙুল কি নিকটেই ছিল!
ঞ। সন্ধ্যার
এই খোলায়, নিশ্চিত আমি? বহুজন আয়তক্ষেত্রে হাঁটিতেছে। সমীচীন, এই শব্দের পর, আলো
থাকিল কি? রেখার অনুধ্যানে একা কিশোর,
পেন্সিল মাপিতেছে।
No comments:
Post a Comment