একগুচ্ছ কবিতা : তাজমীর উজ জামান
বনসাই প্রজেক্ট
পুরো এক বনকেও বনসাই ক'রে রাখা যায়
কারিগর পাওয়া যায় এরকম ।
অথবা সে মানুষটাকেই দেখো, যাকে
জনৈকো বড়লোক বনসাই ক'রে নিয়ে
আদরের ছোট মেয়েকে বাড্ডেতে গিফট করেছিল।
আমাদের গ্রামের বাড়িতে
মাঝে মাঝে কিশোরীরা বর্ষার রাতে ঘর ছেড়ে
পালিয়ে যেত
এইভাবে বারবার পালাতে পালাতে
তাদের কলিজা খুব বেড়ে গেলে
তাদের মায়েরা দূরগ্রাম থেকে কবিরাজ ডেকে আনতেন।
বাজুতে তাদের বেঁধে দিলে মাদুলি
সেই থেকে তাদের হৃদয় ছোট হয়ে আসত ।
চলাফেরা কমে যেত, ঠিকঠাক শালিন যুবতী হত একদিন,
সুন্দর বনসাই-নারী--
আমাদের জীবনকে যেইভাবে যথেচ্ছ সংক্ষেপ
করা যায়, চাইলেই;
মাঝরাতে সদিচ্ছা নিয়ে শুধু সুন্দরী পেয়ারার ডালে
দড়ি বেঁধে নেবার শৌখিনতা লাগে।
খনন
হারিয়ে ফেলছি
বেঁচে থাকবার মেধা ।পৃথিবীর ভেন্টিলেশানে কাজ ক'রে জেনে গেছি--
আমারই চোখের মধ্য দিয়ে পৃথিবীতে আলো আসে
পৃথিবীর বিষবায়ু নিশ্বাসে আমিই আকাশে রাখি;
জেনেছি, আমার ব্যাপারেই
আমার ভেতরে আজো
একশো কুসংস্কার ।
চলে গেলে একা একা নরম হবার মত
অবসর পাওয়া যাবে ভাবি--
সেই অবসরে
সমস্ত আকাশ খুঁড়ে দেখা যদি যায়
খুঁজে পাবোনা কি তবু এতদিন ছিলাম কোথায়?
অশোক
মানুষের
যন্ত্রামি অনেক সয়েছি,
শালা,তাড়াতাড়ি পাখি হ এবার ।
বেশ তো দেখানো হল ।
একবার এক কবি বেশি কথা বলে ফেলেছিল
সাফ বলে দাও তাকে--চুপ কর
মার খাবি নীরবতা নষ্ট হলে ।
এর চেয়ে ভাল আজ আকাশের শেষ নথ নামাতে যাই
কেটে রাখি কিছু যথাসাধ্য আপেল
গান শুনি
পৃথিবীর সবাইকে পরোয়া করে রেখে দেই
যারা যারা বন্ধু হয়ে গ্যাছে ডেকে বলি,
প্রায়োরিটি নাই ।
প্রায়শ্চিত্ত যদি থেকে কিছু থাকে
প্রতিদিন কিছু কিছু ম'রে আসা যায় অবট্রামে,
কাছের বান্ধবীকে লোভে ফেলে করা যায় সহমৃতা ।
তবু...
কিডনি ছড়িয়ে রেখে চিরদিন শুয়ে রবে শোক ।
কুয়াশা
আকাশের
কুয়াশা ফুরিয়ে আসেনতজানু ভেলভেটে মাত্র যে দোয়া তৈরি হল
এলাকার পাখিসব আল্লা'র কাছে নিয়ে যাবে
জ্বীনেদের নরবর্তী হবার প্রণালি
জেনে গ্যাছে পৃথিবীর মৃত বেড়ালেরা?--
আফিজদ্দির ছোট মেয়েটাকে--মরে যাই যার জন্যে--
ভর করুক মৃত সেই বেড়ালছানার আত্মা
যে আমাকে ভালবেসে ম'রে গেছে গত বৎসর
কুয়াশা পড়ার পর
বাড়ির দেয়ালগুলো বিগড়ায়--দেয়াল থাকে না
আর এলাকার পর এলাকায়
যত বাড়িঘর আছে সব সংযোজন ক'রে
একক ছাদের ন্যায় এ আকাশ পৃথিবীকে
অদ্বিতীয় ভবন বানিয়ে তোলে--
কাল থেকে আমার সকল প্রেমিকারা তাই অনিচ্ছা নিয়ে
তাদের বুকের আবরণীগুলো
এক বারান্দার তারে শুকাতে দেবেন
কুয়াশা সবার মাথা খারাপ করেছে : বিশেষত
আমার মামাত বোন কাঁপাঠোঁটে আমাকেই ক'য়ে দিল,
সে আমাকে ছাড়া বাঁচবে না ।
মা যদি বেঁচে থাকতেন আজ, হাত রেখে আমার মাথায়
বলতেন--পৃথিবীর সব মেয়ে এরকম নয়, বাবা,
কেউ আছে জলের বয়ানে ভেসে
বহুভিতরেও গিয়ে সহজ থাকেন
এই কুয়াশায় তারও বিয়ে হবে--যার সাথে সংসর্গের নেশা ছিল--
সে এবং তার স্বামী মিলিত হবার আগে
আল্লা তাদের যেই কলেমা পড়িয়ে নিয়েছে,
সেও চায় তার সন্তান সেই কলেমাকে ঠোঁটে নিয়ে
জরায়ুর কুয়াশা পেরুক।
পড়শির অনুযোগ : ঢেউ সামলানোর এত বয়স কোথায়!
এদিকটা শুনশান--
নির্জনতার কথা ভুলে যাওয়া গেলে
বেশ হাট হবে ।
আমাদের যত প্রেম তৎক্ষণাতের ছিল--
অনন্তে আটকে পড়ার এক ত্রাস তো আছেই!
পরস্পরের সাথে পথচারিতায় তাই একদিন পেয়ে যাবে
পাখির সহজ মন-মানসিকতা ।
ততোদিন,
হাওয়ার যেদিক থেকে উইন্ডমিল আসে
সেইদিকে ব্যথা পালনের রীতি খুব ধীরে উঠিয়ে দেবো ।
No comments:
Post a Comment