।। বাক্‌ ১২২ ।। সুতনু হালদার ।।





        পথ


সেই রাস্তায় স্তব্ধতার অন্ধকার
উবু হয়ে বসে থাকে
নিন্দুকের মতো শোনা যায় হাহাকার।

মাংসের স্তুপে ঢাকা পাকদণ্ডী উজান পথ
অশান্ত সূর্যাস্তে আরো ক্ষুধার্ত, হিংস্র
কটাক্ষের ক্লিভেজ চুম্বন করে,
ধুলোর যাযাবর সত্ত্বার পেছনে
থেকে যায় এক কামার্ত ইতিহাস...

অতীতের গ'লে পড়া ঝড়ের
আদ্যন্ত ঠিকুজি লেখা সাংবিধানিক বারণ;

ধর্মঘটী মদনবাণের প্রকৃত ইতিহাস
মানব সভ্যতার ফলিত বিজ্ঞানকে
চুপিসারে বলে দেয়:
পথ আসলে পুংলিঙ্গের মতোই
                                   কিয়দাংশে বক্র...



         খাদ্য-খাদক

নিস্পৃহ চোখে আমি
             তোমাকে যেদিন দরজা পর্যন্ত
             এগিয়ে দিলাম, আমার ধমনীতে
             তখন চলেছিল অ্যামিবার মতো
এককোষী প্রাণীর স্বপ্নদোষের কার্যকারণ
জারণ বিক্রিয়া; সামাজিক যোগাযোগব্যবস্থার
পর্যায় সারণি বহুগামী নদী হয়ে জিজ্ঞাসা করেছিল
মেরুদন্ডের অস্থিরতা। প্রেম আর অপ্রেমের
জারণ-বিজারণ তত্ত্বে ঘোল খেয়ে প্রতিবর্ত ক্রিয়াগুলো
নিস্তেজে যাবতীয় গিগাবাইটের ক্ষরণকে উপভোগ করেছিল;
ঠিক যেমন স্মৃতিস্তম্ভে পাখিরা হেগে দ্যায়...

স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণের মৌল সম্পর্কটা
আসলেই খাদ্য-খাদকের








         ঠেকে শেখা
    

নিছক কৌতূহল বশত-
আমি নিজের প্রতিবিম্বের সন্ধানে
টিয়া পাখির ডাকে সাড়া দিতাম; আধবোজা
অন্ধকারে বন্ধ্যা মহিলার সঙ্গে
ফষ্টিনষ্টি করলে চূড়ান্ত ফূর্তির বদলে
একটা ভালোবাসাময় আস্তারণের রিংটোন
মনের মাঝ দরিয়ায় সঙ্গমেচ্ছাকে তীব্রতর
করে, কেননা পোষ মানা আর মানানো দুটোই
                                       কার্যত রমণীয়তা প্রত্যাশী...












        সূচনা

তোমার সেই ক্ষতস্থানে
যেদিন আমি প্রথম চুম্বন করেছিলাম
ধ্বনিগুলো সেদিন থেকেই
বর্ণ হতে শুরু করেছিল!

মৎস্যন্যায় আর খাদ্যশৃঙখলের চাপানউতোর!

পিরামিডের ঘ্রাণ আসলে-
সমস্ত নি:শ্বাসেই জড়িয়ে থাকে বরাবর


হিজিবিজি কিছু বিনোদন
পেরেকের মত গিঁথে থাকে
মনে, দেহে, প্রান্তরে-
ঔরসের স্পর্শ ডাক দেয়
                               অগোচরে! 

রাত বাড়ে, লোলুপ শয্যায়-

আরেকটি দিনের সূচনা হয়...



      স্ফুটনাঙ্কের  ধ্বংসাবশেষ


সমস্ত ঋতুচক্রে মিশে থাকে অবসাদ!
রক্তের ঘ্রাণে জেগে থাকে ফনা আর ফ্লোরা,
জৈবনিক ক্রিয়ার উত্তাপ
সহসা সূর্যের মত পবিত্র কিরণে
মনে পরে প্রথম প্রেমের তপ্ত নি:শ্বাস;

বিষাক্ত সাপের মতো
যাবতীয় বদ রক্তক্ষরণ
আর বিজারিত অবক্ষয়ের
কামার্ত চুম্বনের জানালাতে উঁকি দিয়ে
                                    তবুও তোমাকেই খুঁজি...

         স্ফুটনাঙ্কের  ধ্বংসাবশেষ...


1 comment: