মাহমুদ নোমান- এর দুটি কবিতা
ধুলির সুর
দমকা বাতাসে ধুলো উড়িয়ে
আমের বোলের ওম ভাঙে,
পুকুরের ঝিরঝিরে জলের ওপর
ভাসানো ঝরাপাতার বন
এক তুড়িতে আগুনী কোণে —
মেঘ গুজরে এরোপ্লেন,
বরফজ্বলা আকাশের বুকে গর্গর —
মনে পড়ছে, বিষম রে
মৌমিতারে,
এমন এক ঝড়ের শেষে খুঁজে পাই নি...
মহতী দুপুরে
পুজোর গেন্দাফুলের মালা
তোমার পা নাড়ানির ঢেউয়ে
দুলছে —
শ্যাওলা জমা পুকুরে
পাকা বেগুনের হলদে মন
চিনিদানা মাঠের চড়ুই,
তোমার বুকে ঠোকরাতে —
বাতাসে বাতাসে ফুলের গন্ধ
আমাকে ওড়ায়,
আমাকে ভাসায়...
No comments:
Post a Comment