।। বাক্‌ ১২২ ।। রঙ্গন রায় ।।




বিড়াল চলে গেছে  


আমি কিরকম বয়স্কদের মত হাঁটি বলে 
তোমাদের আর আমায় প্রেমিক মনে হয়না ,
সত্যিই তো, আমি তোমাদের নিয়ে একটাও কবিতা লিখিনি 
নিজেকে নিয়ে লিখতে লিখতে ভুলে গেছি প্রকৃত প্রেমিকার কথা - 
অথচ বিড়ালের পায়ের দাগ আমাদের নেপোলিয়নের কথা 
মনে পড়ায়...
রান্নাঘর থেকে পাঁচফোড়নের গন্ধ নাকে জ্বালা দেয় ,
জল পড়ে, নাক থেকে - চোখ থেকে 
চোখের জ্যোতির সাথে চশমা ফ্যাঁকাসে হয়ে যায় ...
মা এখনো মাছ কোটেনি বলে
বিড়ালেরা শুধুই চলে যায় আমায় ছেড়ে 


No comments:

Post a Comment