।। বাক্‌ ১২২ ।। মহাদেবাশা ।।





নীরব যন্ত্রণার বাবুই
মহাদেবাশা


১) জল ছুঁয়ে যন্ত্রণা বুনছি
  শালিখের ভাষায় সুতোর কান্না


  তোমার নামে অনুবাদে নদী

২) সুতোর গল্পে হেসে উঠে বোতাম
     ব্যান্ডেজে ঝরে পড়ে রোদ

    
    সিঁথি চওড়া হলে
                       বাবাকে মনে পড়ে


৩) রাস্তা
  আসলে পথিক
    তুমি তাকে আলো ভাবছো

৪) গল্প বুনছে জুতো
    পায়ের গন্তব্যস্থলে

   গরীব হচ্ছে মাটি

৫) আর কোনো গল্প নেই

    তবু কিত কিত খেলতে খেলতে

    মা হয়ে যাচ্ছে পাখি




1 comment:

  1. কিত কিত খেলতে খেলতে মা হয়ে যাচ্ছে পাখি , ভালো হয়েছে

    ReplyDelete