।। বাক্‌ ১২২ ।। বিনায়ক দত্ত ।।


বিনায়কের তিনটি কবিতা

১.
শব্দের ওপর
 
শব্দ
তার শব্দ
 
সাদা পাতায়
গিটটি পেরিয়ে যায়

২.
শরীফের শেখানো পদ্ধতিতে
দীর্ঘ দিন
রিঙ বার করাতে গিয়ে
দেখেছি -
 
কেন্দ্র ছাড়াও
 
বৃত্ত প্রতিষ্ঠা সম্ভব

৩.


4.
হাওয়াগুলো পাতা পেলে
ঝড় থামে
পাতারা হাওয়া পেলে
প্রজাপতি


No comments:

Post a Comment