তিনটি কবিতা : সুবীর ঘোষ
ছেঁড়াভাঙা
আয়নার
সামনে দাঁড়িয়ে সমুদ্র হয়ে
ভাবছ কী
ভাঙা যায় !
বাইরে
টুপটাপ করে ঝরছে শীতের আলো
ছেঁড়া চটি
নিয়ে সারাতে বসেছে এক সারাইওয়ালা ।
নেই
বাদ
ভৈরব থেকে
বৈভব
প্রতিবাদ কর
বই-ভব
থেকে খই-ভব নয় বরবাদ
আঁতুড়ঘর
থেকে নদীশ্মশান
তুমি
উদাসীন
আঁকিবুকি জীবনের ।
আমি
শূন্যতা
আছে , নেই সক্কলে
ঝড় এল ,
গেল
কর শয়তানের
কিছু গয়না
কিছু জোনাকি ।
ঘর বাদ ।
No comments:
Post a Comment